Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাহাড়ী তুলা

পাহাড়ী তুলা চাষ প্রযুক্তি

পাহাড়ি তুলা এখনও প্রচলিত ঝুম পদ্ধতিতেই চাষ করা হয়ে থকে৷ তবে তুলা উন্নয়ন বোর্ডের মাঠকর্মীরা উন্নত পদ্ধতিতে বিভিন্ন এলাকায় প্রদর্শনী খামার প্রতিষ্ঠা করে উন্নত চাষাবাদ প্রণালী অনুসরণের জন্য উদ্বুদ্ধকরণের কাজ চালিয়ে যাচেছ৷

 

জমি প্রস্তুতকরণ

 

পাহাড়ি এলাকার মাটি পাহাড়ি তুলাচাষের জন্য উপযুক্ত৷ ঝুম চাষের জন্য নির্বাচিত পাহাড়ের গায়ে শীতের শেষ দিক থেকেই জঙ্গল কাটার কাজ শুরু হয়৷ ফাল্গুন মাসে জমি নির্বাচন করতে হয়৷ জমি মাঝারি উঁচু হলে ভাল, সাধারণতঃ ৫০% ঢাল (slope)পর্যন্ তুলাচাষের জন্য ভাল৷ বেশী ঢাল (slope) হলে জমি পরিচর্যার অসুবিধা হয়৷ নির্বাচিত জমির আগাছা/জঙ্গল নীচ থেকে কেটে দিয়ে মাটিকে আচছাদন (mulch) দিতে হয়৷ অনেক ঝুমিয়া আগাছা কেটে পুড়িয়ে ফেলে৷ জঙ্গল না পুড়িয়ে আচছাদন দিলে মাটির আর্দ্রতাসহ অন্যান্য গুণাগুণ ভাল থাকে এবং পরিবেশ নির্মল থাকে৷ নির্বাচিত জমি পরিষ্কার করার পর জমিটি বীজ বপনের জন্যে প্রস্তুত হয়৷

জাত

(1)                পাহাড়ি তুলা - ১ (সাদা);

(2)               পাহাড়ি তুলা - ২ (খাকী);

(3)               পাহাড়ি তুলা - ৩ (সাদা);

 

বীজের হার

উন্নত ঝুম পদ্ধতিতে হেক্টর প্রতি বীজের হার নিম্নরূপ:-

 

ফসল

হেক্টর প্রতি বীজের হার

আন

৪৫.০ কেজি

তিল

০.৭ কেজি

মরিচ

১.২ কেজি

ভুট্টা

১.০ কেজি

এারফা

০.৫ কেজি

তুলা

১৫-২০.০ কেজি

কাউন

১.০ কেজি

শিম/ফেলন/বরবরটি

১.৫ কেজি

অন্যান্য বীজ

১.২ কেজি

 

  

সার

পাহাড়ি তুলার সারের পরিমাণ নিম্নরূপ

 

সার

*একর প্রতি

হেক্টর প্রতি

বিঘা প্রতি

ইউরিয়া

৫৫ কেজি

১৩৫ কেজি

১৮ কেজি

টিএসপি

২৭ কেজি

৬৮ কেজি

৯ কেজি

এমপি

৩০ কেজি

৭৫ কেজি

১০ কেজি

 

বপন সময়

 

মে মাসের প্রথম সপ্তাহে পাহাড়ি তুলাবীজ বপনের উপযুক্ত সময়৷ তবে মধ্য এপ্রিল হতে ৩০শে মে পর্যন্ বপন করা চলে৷

বীজ বপন এবং সার প্রয়োগ

পরিমাণমত সব ফসলের বীজ একত্রে মিশিয়ে একটি থোরং-এ (এক ধরণের ঝুড়ি) এবং অন্য আর একটি থোরং-এ অনুমোদিত টিএসপি, এমপি সার এবং অর্ধেক ইউরিয়া সার মিশিয়ে নিতে হবে৷ এওপর ঐ গর্ত থেকে পাহাড়ের ঢালু বরাবর ওপরের দিকে ৪(চার) সেঃমিঃ দরে আর একটি গর্ত করে তার মধ্যে মিশ্রিত বীজ গর্তে পুরে ঢেকে দিতে হবে৷ এওপর গর্ত থেকে পাহাড়ের ঢালু বরাবর ওপরের দিকে ৪(চার) সেঃমিঃ দরে আর একটি গর্ত করে তার মধ্যে মিশ্রিত সার দিয়ে গর্ত ঢেকে দিতে হবে৷ এই নিয়মে বীজ বপন ও সার প্রয়োগ এর কাজ চালিয়ে যেতে হবে৷ বাকী অর্ধেক ইউরিয়া সার চারা গজানোর ৬০ দিন পর একই নিয়মে প্রয়োগ করতে হবে৷

 

তুলা গাছ পাতলাকরণ এবং আগাছা দমন

 

পাহাড়ি অঞ্চলে ঝুমিয়ারা আগাছা দমনে তেমন একটা তৎপর নয়৷ সে কারণে তুলা গাছের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কম হয়ে থাকে৷ বপনের ১৫-২০ দিন পর প্রথমবার তুলাগাছ পাতলা করা ও আগাছা পরিষ্কার করা এবং ৩০-৪০ দিন আর এক দফায় আগাছা পরিষ্কার করা ফলন বৃদ্ধির সহায়ক৷

 

ক্ষতিকর পোকা

 

পাহাড়ি তুলায় পোকা এবং রোগ-বালাইয়ের আক্রমণ তুলনামলকভাবে কম৷ সাধারণতঃ ফোটা দাগ বিশিষ্ট গুটিপোকা (Spotted Bollworm) এবং শেষের দিকে লাল গান্ধি পোকার আক্রমণ দেখা দেয়৷

 

গুটিপোকা:

 

পাহাড়ি তুলার গাছে যখন কুঁড়ি, ফুল এবং বোল ধরতে শুরু করে তখন এই পোকা গাছের বাড়ন্ ডগা, কুঁড়ি এবং কচি বোল আক্রমণ করে ফসলের বেশ ক্ষতি সাধন করে থাকে৷


 

APA স্বাক্ষর চট্টগ্রাম অঞ্চল