Wellcome to National Portal
Main Comtent Skiped

Marketing

জিনিং কার্যক্রম পরিচালনার জন্য তুলা উন্নয়ন বোর্ড এর ১২টি জিনিং কেন্দ্রে রয়েছে। প্রতিবছর কমপক্ষে দু‘বার মূল্য নির্ধারণ কমিটির সভা ডেকে চাষীদের উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বীজতুলার ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্য অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ড চুক্তিবদ্ধ চাষীদের কাছ থেকে বীজের জন্য বীজতুলা ক্রয় করে থাকে। জিনিং এর পর উৎপাদিত আশঁ তুলা টেন্ডারের মাধ্যমে টেক্সটাইল মিলসমূহে বিক্রয় করা হয়। জোন এবং খামারে অবস্থিত জিনিং কেন্দ্র সমূহে সহকারী বীজতুলা সংগ্রহ ও জিনিং কর্মকর্তাদের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয় এবং রিজিয়ন পর্যায়ে বীজতুলা সংগ্রহ ও জিনিং কর্মকর্তা এ কাজের তদারকী করেন। সদর দপ্তরে স্থাপিত আঁশের গুণাগুণ পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন জাতের তুলার আঁশের গুণাবলী পরীক্ষা করা হয় এবং আঁশের মান নিয়ন্ত্রণ করা হয়।

 

APA Signature Chittagong Region

APAস্বাক্ষর চট্টগ্রাম অঞ্চল (২০২৪-২০২৫)