Wellcome to National Portal
Main Comtent Skiped

Innovative projects

উদ্ভাবনী প্রকল্পসমূহ

২০২৪-২৫ অর্থ বছর

১. তুলা উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক ইত: পূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ( ১ম ত্রৈমাসিক হালনাগাদকরন)

 ২০২৩-২৪ অর্থ বছর

৪। তুলা উন্নয়ন বোর্ড , চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক ইতঃপূর্বে  বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ ( ৪র্থ ত্রৈমাসিক হালনাগাদকরণ)

 ৩। তুলা উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক ইতঃপূর্বে বাস্তবায়িতউদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ (৩য় ত্রৈমাসিক হালনাগাদকরণ)

২। তুলা উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক ইতঃপূর্বে বাস্তবায়িতউদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ (২য় ত্রৈমাসিক হালনাগাদকরণ)

১।তুলা উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক ইতঃপূর্বে বাস্তবায়িতউদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ (১ম ত্রৈমাসিক হালনাগাদকরণ)

                                                                                                                                                      

ক্রম. নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম (তারিখসহ)

সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

মন্তব্য

উদ্ভাবনী উদ্যোগ

তুলার চারা/শিকড় পচাঁ রোগ নিরাময়ে সহজ পদ্ধতি উদ্ভাবন (১০/১০/২০২১)

 তুলার চারা/শিকড় পচাঁ রোগ নিরাময়ে জন্য তুলা ফসলের চারার গোড়ায় ছত্রাক নাশক দিয়ে থাকি। তুলা গাছের গোড়ায় ও মূলে ছত্রাক আক্রমণকে কমাতে আমরা স্প্রে মেশিন দিয়ে গাছের  গোড়ায় ছত্রাক নাশক ছিটাই। মেশিন দিয়ে চারার গোড়ায় ও মূলে ছত্রাকনাশক পৌঁছানো ঝামেলা ও জটিল বলে কৃষকের অনেক তুলা চারা, পচাঁ রোগে মারা যায় এবং ফলশ্রুতিতে ফলন কমে যায়। এর থেকে পরিত্রানে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।   

সেবাটি চলমান

 রয়েছে।

সেবা গ্রহীতাগণ 

প্রত্যাশিত

 ফলাফল পাচ্ছে।

প্রযোজ্য নহে।


২.

চাষী প্রশিক্ষণ, মাঠ দিবস ও চাষী উদ্ভুদ্ধকরণ সভা  আয়োজন সম্পর্কিত উদ্ভাবনী ধারণা(২৮/০২/২০২২)

প্রশিক্ষণার্থীদের তালিকা সিডিওর মাধ্যমে অনুমোদন নিয়ে অনুমোদন কপি সিসিডিওকে জানিয়ে প্রশিক্ষণের স্থান ও তারিখ মোবাইলে চাষীদের জানানো। ফলে স্বল্প সময় ও কম সংখ্যক জনবলের মধ্যে সেবা প্রদান সম্ভব।

সেবাটি চলমান

 রয়েছে।

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে।

প্রযোজ্য নহে।


৩. মাল্টিমিডিয়ার মাধ্যমে পাহাড়ি চাষীদের প্রশিক্ষণে উদ্ধুদ্ধকরণ সম্পর্কিত উদ্ভাবনী ধারণা (২৮/০৯/২০২৩) মাঠকর্মীদের মাধ্যমে চাষীর তালিকা তৈরি করে  ইউনিট/সুবিধাজনক স্থানে চাষীদেরকে মাল্টিমিডিয়া/স্মার্ট টিভির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ছবি ও ভিডিও অডিও এর মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারলে চাষীরা তা সহজে অনুধাবন করতে পারবে। সেবাটি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রযোজ্য নহে।



ঘাস কাটার মেশিন(পেট্রোল চালিত) জমি তৈরির সময় পাহাড়ে আগাছা অনেক বেশি থাকে । আগাছা দ্রুত বড় হয়। তুলাবীজ  বপনের পর থেকে বোল আসা পর্যন্ত প্রচুর আগাছা থাকে যা দমন করতে অধিক শ্রমিক ও সময় সাপেক্ষ ব্যাপার, শ্রমিক অপ্রতুল কিন্তু অধিক সংখ্যক শ্রমিক প্রয়োজন।  ঠিক সময়ে শ্রমিক পাওয়া যায় না। তাই মাঠে সময়মত আগাছা পরিস্কার করা কঠিন হয়ে পড়ে।

সেবাটি চলমান

 রয়েছে।


সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে।


সেবাসহজিকরণ



প্রযোজ্য নহে।





সেবা ডিজিটাইজেশন

১.

CDB,Ctg.Region Messenger 

(০৮/০৭/২০২০খ্রিঃ)

তুলাচাষ সম্পর্কিত পরামর্শ, বিভিন্ন ধরনের প্রদর্শনী, প্রশিক্ষণ, মাঠ দিবসের ছবি, নোটিশ, বিজ্ঞপ্তি, আবহাওয়া বার্তা, বিবিধ আপলোড দেওয়া হয়।

সেবাটি চলমান 

রয়েছে।

সেবা গ্রহীতাগণ 

প্রত্যাশিত

 ফলাফল পাচ্ছে।

প্রযোজ্য নহে।









ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প
















 

APA Signature Chittagong Region

APAস্বাক্ষর চট্টগ্রাম অঞ্চল (২০২৪-২০২৫)