Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Cotton crop urgent message
Details

জরুরী বার্তা

১। জ্যাসিড নিয়ন্ত্রনঃ

 জ্যাসিড নিয়ন্ত্রনের জন্য দ্রুত গাছের কচিপাতার নীচে স্প্রে করতে হবে এবং পাতার শিরায় জ্যাসিডের ডিম ফুটে আবারো সংখ্যায় বৃদ্ধি পাওয়ার আশংকা রোধের জন্য পরবর্তী স্প্রে ৩ দিনের মধ্যে কচি পাতার নীচে অন্য গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। আর আঁচা পোকার আক্রমন দেখা দিলে হাত বাছাই করে ২ গ্রুপের কীটনাশকই প্রয়োগ করতে হবে।

২। উপরি সার প্রয়োগ ও গোড়াবাধাইঃ

বৃষ্টিতে সার ধুয়ে চলে যাওয়ায় দ্রুত সার প্রয়োগ করে গোড়া বাঁধাই করে দিতে হবে। হেলে পরা গাছ অবশ্যই দ্রুত সোজা করে দিতে হবে।

৩। রুপালী বাম্পার প্রয়োগঃ

গাছের অধিক বৃদ্ধি রোধ, গাছ শক্ত, পাতা পুরু ও গাঢ় সবুজ করার জন্য প্রতি লিটার পানিতে ২ এমএল রুপালী বাম্পার মিশ্রিত করে গাছের শীর্ষ ডগায় স্প্রে করতে হবে।

Attachments
Publish Date
25/09/2022
Archieve Date
31/12/2022
 

APA Signature Chittagong Region

APAস্বাক্ষর চট্টগ্রাম অঞ্চল (২০২৪-২০২৫)