তুলা উন্নয়ন বোর্ড, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম ২৫ টি ইউনিট কার্যালয় ও ৩টি জোনাল কার্যালয় এর মাধ্যমে তুলাচাষ সম্প্রসারণসহ তুলা উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জোনাল পর্যায়ে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ও তুলা উন্নয়ন কর্মকর্তা এবং ইউনিট পর্যায়ে কটন ইউনিট অফিসার তুলা চাষ সম্প্রসারণের কাজে নিয়োজিত আছেন। আঞ্চলিক কার্যালয় এ উপ-পরিচালক ও তুলা উন্নয়ন কর্মকর্তাসহ সহযোগী কর্মকর্তাগন সার্বিক কর্মকান্ড তদারকির করেন। গত তুলা চাষ মৌসুমে চট্টগ্রাম অঞ্চলে ১৬২৬০ হেঃ জমিতে তুলাচাষ করা হয়েছে। সম্প্রসারণ কার্যক্রমের আওতায় ইউনিট পর্যায়ে তুলা চাষিদের প্রশিক্ষণ প্রদান, প্রর্দশনী প্লট স্থাপন, চাষি র্যালী ও মাঠ দিবস বাস্তবায়ন করা হয়েছে।
তুলা উৎপাদনের এলাকা
ক্র. নং |
জোনাল কার্যালয় |
জেলাসমূহ |
ইউনিটের সংখ্যা |
১ |
বান্দরবান |
বান্দরবান |
৯ |
২ |
রাঙ্গামাটি |
রাঙ্গামাটি |
১০ |
৩ |
খাগড়াছড়ি |
খাগড়াছড়ি |
৬ |
মোট |
২৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস